পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

চলতি বছর এখনো হাজার কোটি টাকার লেনদেনের গণ্ডি অতিক্রম করতে পারেনি দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, ২৭ এপ্রিলের পর প্রথম গত বৃহস্পতিবার লেনদেন হয় ৯৩২ কোটি টাকা। আর সপ্তাহের প্রথম কার্যদিসব গতকাল রোববার লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ টাকা, যা বৃহস্পতিবারের চেয়ে ১২১ কোটি টাকা কম।

গত বছরের ২ থেকে ৯ নভেম্বর পর্যন্ত পুঁজিবাজারে উত্থান-পতন থাকলেও ধারাবাহিকভাবে লেনদেন ছাড়ায় হাজার কোটি টাকা। ৮ নভেম্বর সর্বোচ্চ ১ হাজার ৪৯৪ কোট টাকা লেনদেন হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গতকাল ডিএসইতে ৩৬১ কোম্পানির ১৫ কোটি ৮৬ লাখ ২ হাজার ১৮২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন লেনদেন হয় ৮১১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৮৯৩ টাকা। দাম বেড়েছে ৬৫, কমেছে ১০৪টি শেয়ারের।

আর ১৯২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে হয়েছে ৬ হাজার ২৮১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ ৪ দশমিক ৩৮ এবং ডিএসইএস ২ দশমিক ২ পয়েন্ট কমেছে।

টাকার হিসাবে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে—বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও আমরা নেটওয়ার্ক।

দরবৃদ্ধির শীর্ষে আছে বিজিআইসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বঙ্গজ।

দরপতনে শীর্ষে আছে মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, জেমিনী সী ফুড, মনোস্পুল পেপার, মেট্রো স্পিনিং, অ্যাপেক্স ফুডস ও অগ্নী সিস্টেম। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। লেনদেনে অংশগ্রহণকারী ২১৯ কোম্পানির মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৭টির।

৯৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com