কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০৩:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচ মাসে ১৩ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ

পাঁচ মাসে ১৩ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ

চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করেছে ১২ হাজার ৭৭৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৪১ দশমিক ৩৩ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬০ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকও সেই লক্ষ্যে কাজ করছে। ব্যাংকগুলোকে কৃষিঋণ বিতরণ বাড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিষয়টি প্রতিনিয়ত মনিটরিং করছে। শুধু তাই নয়, কৃষি উৎপাদন বাড়াতে ৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া, ক্ষেত্র বিশেষে কোনো ডাউন পেমেন্ট ছাড়াই তিন বছরের জন্য স্বল্প মেয়াদের কৃষিঋণ পুনঃতপশিল করার সুবিধা দেওয়া হয়েছে। মূলত উৎপাদন কার্যক্রম গতিশীল ও পণ্যের মূল্যবৃদ্ধি রোধে এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমনের মৌসুমে সার, বীজ, সেচ খরচ, কীটনাশকসহ সব ধরনের কৃষি উপকরণের দাম বাড়ার পাশাপাশি মজুরি বাড়ায় ঋণের চাহিদা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) কৃষি ও পল্লিঋণ খাতে ১২ হাজার ৭৭৭ কোটি টাকা বিতরণ করেছে দেশের বিভিন্ন ব্যাংক। গত অর্থবছরের একই সময়ে বিতরণ হয়েছিল ১০ হাজার ৭৭৩ কোটি টাকা। সেই হিসাবে ঋণ বিতরণ বেড়েছে দুই হাজার ৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৬০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ধরা হলেও ব্যাংকগুলো তার চেয়েও বেশি বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৯১১ কোটি টাকা ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানার ব্যাংকগুলো ৫ হাজার ৫৯ কোটি বা লক্ষ্যমাত্রার ৪৩ শতাংশ বিতরণ করেছে। আর বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো ৭ হাজার ৭১৮ কোটি বা মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ ঋণ বিতরণ করেছে। এ সময়ে ঋণ বিতরণে শীর্ষে রয়েছে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি প্রথম ৫ মাসে ঋণ বিতরণ করেছে ৩ হাজার ২৭ কোটি টাকা, যা তাদের মোট লক্ষ্যমাত্রার ৪৬ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ঋণ বিতরণ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তাদের বিতরণ করা ঋণ মাত্র ২৩ লাখ টাকা। একই সময়ে কোনো ঋণ বিতরণ করেনি বিদেশি কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং উরি ব্যাংক লিমিটেড।

প্রতিবেদনে আরও দেখা যায়, আলোচ্য সময়ে কৃষিঋণ আদায়ও বেড়েছে। কৃষিঋণ বিতরণ এবং আদায় বাড়ার পাশাপাশি কমেছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের নভেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৪ হাজার ১৩৭ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ২৪ শতাংশ। এ সময় কৃষি খাতে পুঞ্জীভুত ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৫০ হাজার ২০৬ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু

‘আমি সাঈদী সাহেব বলছি, আমার একটা ভোট প্রয়োজন’

বিএনপির আরেক নেতা বহিষ্কার

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

বঙ্গোপসাগরে জাহাজ ডুবিতে ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

বাংলাদেশকে অন্য দেশের চোখ দিয়ে দেখে না যুক্তরাষ্ট্র : মার্কিন কর্মকর্তা

১০

তপ্ত রোদে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায়

১১

গুচ্ছ ভর্তি পরীক্ষা / জবি ক্যাম্পাসে গাড়ি প্রবেশ নিষেধ 

১২

বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার?

১৩

গণঅধিকার পরিষদের খাবার পানি ও ফল বিতরণ

১৪

সিনিয়র এক্সিকিউটিভ পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

১৫

ফের মাউশির ডিজি হলেন অধ্যাপক নেহাল

১৬

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

১৭

স্বাস্থ্য শিক্ষার এডিজি হলেন স্বাচিপ মহাসচিব

১৮

উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা

১৯

হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

২০
*/ ?>
X