৫ কাজে চ্যাটজিপিটি

নাফিজা তৃষা
৫ কাজে চ্যাটজিপিটি

এরই মধ্যে মার্কেটিং ও লেখালেখির দুনিয়ায় ৯ মাত্রার ভূমিকম্প ঘটিয়েছে ওপেনএআই কোম্পানির তৈরি সুবিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। মাঝেমধ্যে ভুলটুল করলেও কিছু কিছু কাজে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায় চ্যাটজিপিটির ওপর।

  • অফিসের কিছু রুটিনমাফিক কাজে এখন ঢের সময় বাঁচিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। বিশেষ করে মিটিংয়ের শিডিউল করা, ইভেন্ট রিমাইন্ডার তৈরি করা, ইনবক্স ব্যবস্থাপনা, দাপ্তরিক ই-মেইল লেখা, হ্যাশট্যাগসহ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট লেখায় এটি কাজে আসছে। এ ধরনের কনটেন্ট তৈরির পর সেখানে টুকটাক সংযোজন-বিয়োজন করে নিলেই হলো।

  • কোডারদের ঢের সময় বাঁচিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। সি++, পাইথন, জাভায় প্রয়োজনীয় কোড তো লিখেই দিচ্ছে, সেই সঙ্গে প্রোগ্রামারদের লেখা কোডে ভুল আছে কি না সেটাও যাচাই করে দিচ্ছে।

  • সার্চ ইঞ্জিনের বিকল্প হয়ে দাঁড়িয়েছে চ্যাটজিপিটি। এখন টুকটাক তথ্য গোছালো আকারে পেতে অনেকেই গুগল ছেড়ে সরাসরি টাইপ করছে চ্যাটজিপিটিতে। তবে এখন পর্যন্ত ২০২১ সালের পরের কোনো তথ্য নেই এর ভান্ডারে।

  • নিত্য নতুন আইডিয়া বা কনটেন্ট তৈরিতেও চ্যাটজিপিটির জুড়ি নেই। বন্ধুর জন্মদিনে পার্টি থেকে নতুন ব্যবসার আইডিয়াও এটি দিচ্ছে। তবে এটি আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কাজটি করছে।

  • গান লেখা ও ব্যবহারকারী দেওয়া গল্পের চিত্রনাট্য তৈরিতেও চ্যাটজিপিটি ব্যবহার করছেন অনেকে। এ কাজের সৃজনশীলতার মান নিয়ে প্রশ্ন থাকলেও ইউটিউব বা ছোটখাটো প্ল্যাটফর্মের জন্য অনেকেই এটি ব্যবহার করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com