ক্যাশ ছাড়াই কেনাকাটা

ক্যাশ ছাড়াই কেনাকাটা
মডেল : মীর রাব্বি ও সাদিয়া মাহি, পোশাক : টুয়েলভ, মেকআপ : পারসোনা, ছবি : রনি বাউল

৩১৭ টাকা বিলে আপনি দিলেন ১ হাজার টাকা। ফেরত দেবে ৬৮৩ টাকা। যোগ-বিয়োগের এ সমীকরণের সঙ্গে দোকানি এবং ক্রেতা পরিচিত। এরপর আবার টাকা ছেঁড়া-ফাটা দেখে নেওয়ার বিষয় আছে। এসব ঝক্কি থেকে মুক্তি দেবে ব্যাংক কার্ড বা এমএফএস। বিস্তারিত লিখেছেন বৃষ্টি শেখ খাদিজা।

নগরের ভিড়বাট্টায় একগাদা নগদ টাকা নিয়ে ঘুরবেন? তা নিরাপদ হবে কি? এসব ভাবনা এখন আর অবান্তর নয়। সমাধান দিচ্ছে ক্যাশলেস বিভিন্ন পেমেন্ট ব্যবস্থা। তালিকায় আছে নগদ, বিকাশ, রকেট, উপায়সহ নানা ধরনের ব্যাংক কার্ড।

যুক্তরাজ্যের এক জরিপে জানা গেছে, বছর চারেক আগেও তাদের যাবতীয় কেনাকাটার মাত্র ২৮ শতাংশ হয়েছে ক্যাশে। এখন অর্থের লেনদেনে কেনাকাটা নেমে আসছে ১০ শতাংশে।

শুধু যুক্তরাজ্য বা ইউরোপ নয়, ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকও। নগদ টাকার লেনদেন যত কম হবে, অর্থনীতির গতি নাকি ততই বাড়বে।

বছরখানেক আগেও বাংলাদেশে ক্যাশলেস শপিংয়ের হার ছিল ৫০ শতাংশ। তা এখন ৭০ শতাংশে পৌঁছেছে। হবেইবা না কেন? সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ক্যাশলেস লেনদেন যেমন নিরাপদ, তেমনি এতে থাকে নানা ধরনের অফার। আবার কিছুটা হিসাব করে চললে বাড়তি কোনো চার্জও দিতে হয় না গ্রাহককে।

ফ্যাশন ব্র্যান্ডগুলো শপিংয়ের তালিকায় থাকে সবার আগে। বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য নানান ধরনের সুবিধা দিতে শুরু করেছে ফ্যাশন ব্র্যান্ডগুলো। আবার নির্ধারিত আউটলেটে থাকছে ক্যাশব্যাক সুবিধাও।

সুপারশপ স্বপ্ন ও মীনা বাজার থেকে নগদ পেমেন্টে কেনাকাটায় হয়ে যেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির মালিক! এ সুপারশপগুলোর যে কোনো শোরুম বা আউটলেট থেকে কমপক্ষে ৫০০ টাকার কেনাকাটা করলেই মেগা গিফট হিসেবে আরও পেয়ে যেতে পারেন এলইডি টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ দারুণ সব পুরস্কার। এ ছাড়া থাকছে প্রতি ঘণ্টায় ১০০% ক্যাশব্যাক (২০০০ টাকা পর্যন্ত), সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবার ইলেকট্রনিকস পণ্যেও ক্যাশলেস পেমেন্টে থাকছে অফারের ছড়াছড়ি। ইলেকট্রনিকস শোরুমগুলো বিভিন্ন ব্যাংকের কার্ডে ডিসকাউন্টও দিয়ে থাকে। তাছাড়া এ গরমের মৌসুমে কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩ থেকে ১২ মাসের ইএমআই সুবিধাও পাওয়া যায় পণ্য কেনার ক্ষেত্রে।

শুধু ব্যাংকের কার্ড হোল্ডাররা নয়, নগদ, বিকাশ, রকেটের মতো অন্যান্য মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তরের (এমএফএস) মাধ্যমেও ক্যাশলেস শপিংয়ের আনন্দ নিতে পারবেন যে কেউ। এ জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করেই খুলে নিতে পারেন বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য এমএফএস অ্যাকাউন্ট।

নিত্যপণ্যের বাজার থেকে ফ্যাশনেবল জামা, বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ক্যাশব্যাক, কুপন, ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ানের মতো দারুণ সব অফার। লাইফস্টাইল শপে ২০% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। অনেক লাইফস্টাইল শপে ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। অনলাইন পেমেন্টে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।

শুধু ব্র্যান্ড বা বিভিন্ন ‍সুপারশপ নয়, নগদ, বিকাশ, রকেটের মতো অন্যান্য মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তরের (এমএফএস) মাধ্যমে মোবাইল ফোনের রিচার্জের কাজটিও নিজেই করে নেওয়া যায়। এ ক্ষেত্রে অনেক সময় নানা ধরনের অফারও পাওয়া যায়। সেইসঙ্গে পাওয়া যায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও।

ক্যাশলেস লেনদেনে সুবিধা

  • টাকা যদি ব্যাংক বা নগদ, বিকাশ, রকেটের মতো অন্যান্য মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তরে (এমএফএস) জমা থাকে তাহলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ভয় থাকে না।

  • দোকানে অনেক সময় ভিড় থাকে। এ সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অর্থ পরিশোধ করতে হয়। আর সেটি যদি হয় নগদ লেনদেন তাহলে তো আরও সময়ের অপচয়। কিন্তু ক্যাশলেস লেনদেনের ফলে বেঁচে যেতে পারে সময়।

  • নগদ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে থাকলে তা থেকে মুনাফা পাওয়া যায়। অন্যদিকে মুদ্রাস্ফীতির কারণে ‘কাগজের অর্থ’ সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। ডিজিটাল মানিতে সেই ভয়ও থাকে না।

  • ক্যাশলেস লেনদেনের সুবিধা হলো, যে কোনো জায়গায় বসে আপনার কাছে নগদ অর্থ না থাকলেও আপনি কার্ড বা অন্যান্য এমএফএসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

  • ক্যাশলেস লেনদেনের ফলে আজকাল ঘরে বসেই সন্তানের স্কুলের বেতন, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধ করা সম্ভব। এ জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না।

  • টাকা বিভিন্ন হাত হয়ে আপনার হাতে আসে। যার ফলে তাতে থাকতে পারে অনেক জীবাণু। যা অনেক সময় বিভিন্ন রোগের কারণ হয়। কিন্তু ক্যাশলেস লেনদেনের ফলে সে ভয় থাকে না।

  • ডিজিটাল লেনদেন বাড়লে টাকা ছাপানোর খরচ কমার পাশাপাশি প্রতিটি লেনদেনের হিসাব থাকবে। আবার খুচরা টাকার ঝামেলা ও সময়ের অপচয় কমে আসবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com