
গরমের মাত্রা কমছে না প্রকৃতিতে। আবার আছে মা দিবস। সেইসঙ্গে হজে যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে। বিস্তারিত প্রতিবেদনে।
মা দিবসে বিশ্বরঙ
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন হয় মা দিবস। মা দিবসের এ দিনে মায়ের জন্য ঠিকই রঙিন হয়ে ওঠে। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার মধ্যেও তেমন নেতিবাচক কিছু নেই। ১৪ মে পালন করা হবে দিনটি। মা দিবস সামনে রেখে ফ্যাশন হাউস বিশ্বরঙ তাদের আয়োজনে নতুন পসরা সাজিয়েছে। এখানে পাওয়া যাবে মায়েদের জন্য শাড়ি ও ফতুয়া। কাজ করা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের প্রাধান্য দেওয়া হয়েছে। সঙ্গে লিলেন, ভয়েল এবং স্লাব কাপড়। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক বাটিক, অ্যাপলিক ও স্ক্রিনপ্রিন্ট।
যেখানে পাবেন হজসামগ্রী
প্রয়োজনীয় হজসামগ্রী এনেছে বায়তুল মোকাররম উত্তর গেটের আল-ইসলাম ব্রাদার্স। এসব সামগ্রী ২০ শতাংশ ছাড়ে কেনা যাবে। তাদের ৩০টি আইটেমের একসেট হজসামগ্রী কিনলে পাওয়া যাবে বিশেষ গিফট বক্স। ৩০ আইটেমের প্যাকেজ ওয়ান হজসমগ্রীর দাম ৬ হাজার ৫০০, প্যাকেজ টু ৯ হাজার ৫০০, প্যাকেজ থ্রি ১৩ হাজার ৫০০ ও ভিআইপি প্যাকেজ ১৮ হাজার ৫০০ টাকা। ভিআইপি প্যাকেজের সঙ্গে উপহার হিসেবে আছে একটি লাগেজ। এ ছাড়া আছে পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা, গন্ধবিহীন সাবান, শ্যাম্পু, ভ্যাসলিন। কেনা যাবে পাইকারি ও খুচরা।
যোগাযোগ : ০১৮২৩৮৮০১৫৮।
সামার আর্টিজ্যান
ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এনেছে কালারফুল সামার কালেকশন। এ কালেকশনে আছে শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। তাদের কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড় দিয়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। কেনা যাবে পাইকারি ও খুচরা। যোগাযোগ : ০১৯১৯৯৯১৮০১।