ইনফিনিক্সের দুই চার্জার

ইনফিনিক্সের দুই চার্জার

দ্রুত স্মার্টফোন চার্জ দিতে ফাস্ট-চার্জিং ক্ষমতাসম্পন্ন দুটি চার্জার এনেছে ইনফিনিক্স। একটি ২৬০ ওয়াটের, অন্যটি ১১০ ওয়াটের। দুটিই তারবিহীন। ২৬০ ওয়াটের চার্জারটি মাত্র ৭ মিনিটে ফোনের চার্জ পূর্ণ করতে সক্ষম। ১ মিনিটে ফোনের চার্জ শূন্য থেকে ২৫ শতাংশে আনতে পারে এটি।

১১০ ওয়াটের চার্জারটি ফুল চার্জ করতে সময় নেবে প্রায় ১৬ মিনিট। ইনফিনিক্সের চার্জারগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে ১৪০টির বেশি ‘প্রোটেকশন মেকানিজম’ এবং ২০টির বেশি ‘টেম্পারেচার সেন্সর‘ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং মাল্টি-প্রটোকল চার্জিং ফিচার

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com