
শর্ট ভিডিও স্ট্রিমিং সাইট টিকটকের সঙ্গে মেটার প্রতিযোগিতা দিন দিন জমে উঠছে। চীনভিত্তিক টিকটককে টেক্কা দিতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ‘রিলস’ শর্ট ভিডিও ফিচার চালু করেছিল মেটা। এবার রিলস থেকে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটা বলছে, কনটেন্ট ক্রিয়েটররা এতদিন ‘বোনাস প্রোগ্রাম’ এর মাধ্যমে বিজ্ঞাপন থেকে সীমিত পরিসরে আয় করতেন। এবার সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন তারা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে মেটা জানায়, রিলস প্রকাশ করে বিজ্ঞাপন থেকে কনটেন্ট ক্রিয়েটররা গত বছর থেকে আয় করতে শুরু করেন। তবে তা ছিল পরীক্ষামূলক। এবার সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করা যাবে। যারা আগেই বোনাস প্রোগ্রামে অংশ নিয়েছিলেন তাদের নতুন কর্মসূচিতে আমন্ত্রণ জানাবে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কর্মসূচিটি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও চালু হবে।
রিলসের বিজ্ঞাপন থেকে আয় করার ক্ষেত্রে মেটা গুরুত্ব দেবে রিলের পারফরম্যান্সের ওপর। যার রিলস যত ভালো হবে তার রিলসে ততবেশি বিজ্ঞাপন থাকবে।
মেটা জানায়, পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা সব ক্রিয়েটরদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পেআউট মডেলে যোগ করা হবে এবং যে ক্রিয়েটররা আগে ফেসবুক রিলসে বিজ্ঞাপন দেওয়া-সংক্রান্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের কিছু সপ্তাহের মধ্যে যোগ করা হবে। একই সঙ্গে, নির্বাচিত কিছু বাজারে ক্রিয়েটর ও বিজ্ঞাপনদাতাদের ছোট গ্রুপের মধ্যে, একই রকমের পারফরম্যান্সভিত্তিক পেআউট মডেল দিয়ে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন সংক্রান্ত পরীক্ষা শুরু করবে মেটা। এ তালিকায় বাংলাদেশও রয়েছে।
পাশাপাশি, ফেসবুকে ইন-স্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে পারফরম্যান্সভিত্তিক পেআউট মডেল পরীক্ষা শুরু করার পরিকল্পনাও আছে মেটার।
মেটা আরও জানায়, পরীক্ষামূলক কার্যক্রমে কোনো ক্রিয়েটরকে যোগ করা হলে, রিলসে বিজ্ঞাপন থেকে উপার্জন করার জন্য, ক্রিয়েটরকে অবশ্যই অনবোর্ডিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। প্রক্রিয়ার মধ্যে ব্যবহারের শর্তাবলি গ্রহণ করা ও পেমেন্টের বিশদ বিবরণ দেওয়ার বিষয়গুলো আছে।
কোনো ব্যবহারকারী ফেসবুকে এই প্রাথমিক কর্মসূচির অংশ কি না তা জানতে তাকে প্রফেশনাল ড্যাশবোর্ডের ‘মনিটাইজেশন টুল’ অপশনে যেতে হবে। তিনি আমন্ত্রিত হয়ে থাকলে, ‘রিলসে বিজ্ঞাপন’ দেখতে পাবেন এবং অনবোর্ডিং শুরু করতে ‘সেট আপ’ বেছে নিতে পারবেন।