
স্মার্টফোনের বাজারে একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড ছিল হাই টেক কম্পিউটার করপোরেশন বা এইচটিসি। এইচটিসি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছয় লাখ স্মার্টফোন বিক্রি করে। তবুও বাজার ছাড়তে হয়েছিল প্রতিষ্ঠানটিকে। তবে হারানো বাজারে যে ফিরে আসা যায় সেটিও দেখিয়ে দিল এইচটিসি। ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটের মতো প্রযুক্তি সমৃদ্ধ ইউ২৩ প্রোর প্রি-অর্ডার নিচ্ছে এইচটিসি। নতুন পরিস্থিতিতে পরিবর্তিত বাজারে এইচটিসি যে বেশ আটঘাট বেঁধেই নেমেছে সেটি বোঝা যায় মেটাভার্স প্রতিষ্ঠান ভিভাভার্সের সঙ্গে এর পার্টনারশিপ দেখে। অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে এইচটিসি ইউ২৩ প্রোতে।
৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে থাকছে ইউ২৩ প্রোতে; যার নিরাপত্তায় থাকছে গোরিলা গ্লাস ভিকটাস। সেভেনথ জেনারেশন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। রিয়ার ক্যামেরার মূলে রয়েছে ১৪৮ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার সমৃদ্ধ ক্যামেরা। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। পাশাপাশি সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুই পাশের মূল ক্যামেরাতেই আছে এআই। তবে ফোর-কে রেজ্যুলেশনে ভিডিও করা যাবে শুধু ব্যাক ক্যামেরায়। ডিভাইসটি ফাইভ-জি সমর্থন করবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং ধুলা ও পানিরোধে আইপি৬৭ গ্রেড। ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের সঙ্গে ৪ হাজার ৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। ৩০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার থাকছে ইউ২৩ প্রোতে। উপরন্তু ৫ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধার মাধ্যমে এই ডিভাইস থেকে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে। ১২ গিগাবাইট র্যামের ইউ২৩ প্রোর স্টোরেজ মেমরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।
১৮ মে ডিভাইসটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় এইচটিসি। কফি ব্ল্যাক এবং স্নো হোয়াইট এই দুই রঙে এইচটিসি ইউ২৩ প্রো কেনা যাবে। সর্বনিম্ন ৪৯৯ পাউন্ডে এটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের সঙ্গে ৬৭ পাউন্ডের একটি ইয়ার-বাড দেবে এইচটিসি। কফি ব্ল্যাক রঙের এইচটিসি ইউ২৩ প্রো আগামী ৫ জুন থেকে এবং স্নো হোয়াইট রঙের ইউ২৩ প্রো আগামী ১৮ জুন থেকে গ্রাহকের কাছে সরবরাহ করা শুরু করবে এইচটিসি।
গ্রন্থনা : শাওন সোলায়মান