
দেশের দুই হাজার ৬০০ ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট পরিচালনা করবে দুই বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেড (এসসিএল) এবং ফাইবার অ্যাট হোম। আগামী ২০ বছর এই ইউনিয়নগুলোতে ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, হালনাগাদ, প্রতিস্থাপন এবং পরিচালনা করবে প্রতিষ্ঠানগুলো। আর এ থেকে যা আয় হবে সেখান থেকে রাজস্ব পাবে সরকার।
আজ সোমবার রাজধানীর আইসিটি টাওয়ারে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিসিসির পক্ষে নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, এসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান স্বাক্ষর করেন।
আইসিটি বিভাগ জানায়, দুই হাজার ৬০০ ইউনিয়নের মধ্যে সামিট এক হাজার ২৯৩টি এবং ফাইবার অ্যাট হোম এক হাজার ৩০৭টি ইউনিয়নে কাজ করবে। চুক্তির আওতায় আগামী ২০ বছর এসব ইউনিয়নের ইন্টারনেট পরিচালনায় বিসিসি কোনো অর্থ ব্যয় করবে না তবে বেসরকারি প্রতিষ্ঠান দুটি থেকে রাজস্ব পাবে। চুক্তি অবসানের পর বিদ্যমান নেটওয়ার্কের সব যন্ত্রপাতি ও অপটিক্যাল ফাইবার ক্যাবল সম্পূর্ণ সচল অবস্থায় বিসিসি প্রতিষ্ঠানগুলো থেকে ফিরে পাবে। নিরবচ্ছিন্ন ডাটা ও ইন্টারনেট সেবা নিশ্চিতে পিপিপি চুক্তিতে বাধ্যতামূলকভাবে ৯৯.৯% নেটওয়ার্ক আপটাইম এর বিষয়ে উল্লেখ রয়েছে। ফলে গ্রামীণ পর্যায়ের জনগণ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবে বলে দাবি আইসিটি বিভাগের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্পের’ আওতায় এই ইউনিয়নগুলো দ্রুত গতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হয়েছে। এর মধ্যে দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ছিল তা বাস্তবে রূপ লাভ করেছে। এই ডিজিটাল বাংলাদেশের ওপর ভিত্তি করেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এই প্রকল্পের পরিচালক প্রণব কুমার সাহা, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ড. মুশফিকুর রহমানসহ আইসিটি বিভাগ এবং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।