অক্টোপাসের দেখাদেখি ক্যামোফ্লেজ কালি

অক্টোপাসের দেখাদেখি ক্যামোফ্লেজ কালি

শিকার ধরা বা আত্মরক্ষার জন্য শরীরের রং পরিবর্তন করতে পারে অক্টোপাস। যখন যে পরিবেশ বা বস্তুতে থাকে সেটার মতো করেই শরীরের রং বদলায় প্রাণীটি। শরীরে থাকা ক্রোমাটোফোর নামে রং পরিবর্তনকারী কোষের সাহায্যে কাজটা করে এরা। সম্প্রতি বিজ্ঞানীরা অক্টোপাসের সেই কোষের অনুকরণে এমন এক কালি আবিষ্কার করেছেন যা পাত্রের রঙের সঙ্গে নিজের রং বদলে নিতে পারে।

হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝিনইয়াও ট্যাং ও তার দল বিশেষ এ ক্যামোফ্লেজ কালি তৈরি করেছেন। এটা যে পাত্রে থাকবে সেই পাত্রে আলো ফেললে কালিটি ওই পাত্রের রং নেবে। এতে মনে হয় হুট করে অদৃশ্য হয়ে গেছে এটি।

কালিটি তৈরি করা হয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড দিয়ে। মূলত যখন কোনো পাত্রে কালিটা রাখা হয় তখন ওই পাত্রে আলো ফেললে ঘনত্বের পার্থক্যের কারণে কালিটা দুই স্তরে ভাগ হয়ে যায়। তখন এর কিছু কণা উপরে ভেসে উঠে। বাকিটা নিচে চলে যায়। উদাহরণ হিসেবে তেল ও পানির আলাদা হওয়ার ব্যাপারটা বলা যায়। যেমন তেলের ঘনত্ব পানি থেকে কম থাকার কারণে তেল ভেসে থাকে।

ট্যাংয়ের দল হালকা নীল, মেজেন্টা ও হলুদ এই তিন রং দিয়ে কালিটি তৈরি করেছেন। এরপর তারা এটাকে বিশেষভাবে তৈরি প্রজেক্টরের সামনে রেখে বেশি স্থায়ীত্ব আছে এমন একটি বস্তুতে মিশিয়েছেন। এবার ওই কালি দিয়ে তৈরি ছবির উপর যখন প্রজেক্টরের আলো পড়ল তখন তারা দেখতে পেলেন, তাদের তৈরি কালি ছবিতে থাকা কালির রংয়ের আদলে নিজের রং বদলে নিয়েছে।

যুদ্ধক্ষেত্রে সৈন্যরা নিজেদের লুকিয়ে রাখতে বিভিন্ন রংয়ের জামা পরে থাকেন। বিজ্ঞানীরা এ কাজে এই কালির ব্যবহারের সম্ভাবনা দেখছেন। এ কালির উন্নত সংস্করণে তৈরি পোশাক পরে যে কেউ সহজে নিজেকে লুকিয়ে রাখতে পারবে। এ কালির পোশাক যেমন সবুজ বনের মধ্যে সবুজ হয়ে যাবে, তেমনি মরুভূমিতে থাকলে তা বালির মতো হলদে রঙের হয়ে যাবে। তাই আপাতত মিলিটারি ক্ষেত্রেই এ কালির সম্ভাবনা দেখতে পাচ্ছেন ট্যাং ও তার দল। তবে তারা এও বলছেন যে, এখনো এ কালির ক্যামোফ্লেজের স্থায়িত্ব আধা ঘণ্টার কম। তাই এখনই এর ব্যবহার সমস্যা ঘটাতে পারে।

হ সাজিদুর রহমান আকাশ

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com