সরকার জনগণকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রেখেছে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা তৈরিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সঠিক সময় ও নিয়মে তারা জনগণকে সচেতন করতে পারেননি। তাদের অবহেলা ও ব্যর্থতার কারণে আজ ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।
বুধবার (২৬ জুলাই) ডেঙ্গু নিয়ে জনসচেতনতা তৈরিতে রাজধানীতে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তাবিথ আউয়াল এ কথা বলেন।
আজ সকাল থেকে তেজগাঁও নাখালপাড়া লুকাসের মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।
নাখালপাড়া রেলগেট হয়ে নাবিস্কোর বিভিন্ন এলাকা, এরপর রামপুরা বাজার থেকে মেইনরোড দিয়ে আবুল হোটেলের মোড় হয়ে বামে মাটির মসজিদ মোড় দিয়ে খিলগাঁও তালতলা মার্কেট পর্যন্ত এলাকায় দিনব্যপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তাবিথ আউয়াল।
তেজগাঁও এলাকার বাসাবাড়ি, দোকানপাট, হাট-বাজার, পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণকালে তাবিথ আউয়াল জনসাধারণকে ডেঙ্গু বিষয়ে সচেতন হয়ে এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্ব দিতে নগরবাসীর প্রতিও বিশেষভাবে অনুরোধ জানান।
তাবিথ আউয়াল বলেন, সরকারের কর্মকাণ্ডে জনগণ অসহ্য আর সহ্য করতে পারছে না, তাই জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে ম্যাসেজ দিয়ে জানাবে, আমরা রাস্তায় নেমে এসেছি। তাতে এক দফার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, মহানগর সদস্য এল রহমান, মহিলা দলনেত্রী রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাহেদ, শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাকের, শিল্পাঞ্চল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আকাশ, মোহাম্মদপুর থানা বিএনপির ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি, মহিলা দলনেত্রী সানজানা চৈতী পপি, ২৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হানিফ বাবুল, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাহামুদুর রহমান টিটু প্রমুখ।
মন্তব্য করুন