AF-S, AF-A, AF-C কোন ফোকাসিং মোড কখন ব্যবহার করবো?
লিখেছেন: আকঞ্জী নিজাম বুধ, 10/06/2015 - 10:09পূর্বাহ্ন তারিখে
স্থির বা নিশ্চল সাবজেক্টকে ফোকাস করতে AF-S ফোকাসিং মোড ইউজ করুন। মুভিং সাবজেক্ট যেমন উড়ন্ত পাখী বা খেলার মাঠে খেলোয়াড়রা ফুটবল নিয়ে দৌড়চ্ছেন এরকম সাবজেক্ট এর জন্য AF-C ফোকাসিং মোড ইউজ করুন। AF-A আগের দুটির কম্বিনেশনে ফোকাস করার অপশন; ক্যামেরা নিজে ডিসাইড করে সাবজেক্ট কি স্থির? নাকি গতিশীল বা নড়াচড়া করছে? এই মোড বিগিনারদের জন্য ভালো যারা ডিসাইড করতে ও ফোকাসিং মোড পরিবর্তন করাকে জটিল মনে করেন বা ভুলে যান কোন বাটন বা অপশনে গিয়ে ফোকাসিং মোড পরিবর্তন করতে হয়।
ভোট:
- Log in to post comments
- 32467 বার পঠিত