স্বপনের অমৃত
লিখেছেন: অভিষেক মোহাম্মদ বৃহস্পতি, 30/08/2018 - 11:29অপরাহ্ন তারিখে
স্টালিন নিজের '১৩কে' (১৩ হাজার) যোদ্ধাকে হত্যা করেছিলেন। তারা কাপুরুষ ছিলেন। তারা আল্লাহু আঁকবার এর মতো কিছু বলে আত্ম হত্যা করতে পারেননি। তেরো হাজার যদি অন্তত একটা করে আত্মঘাতী বোমা, ককটেল, গ্রেনেড ছুঁড়তে পারতো তবে বেহেস্তি শরাব দিয়ে এংলেশি কায়দায় টোষ্ট করা যেতো। দেশ বিদেশে চৈনিক নেশা বা রাশান 'ভদকার' কদর সবসময়ই ছিল, এখনও আছে।
মহান শিক্ষকরা গর্জে ওঠেন!
প্রতিরাত চুপচাপ ঘুমাতে যাই;
মাঝে মাঝে দেখি স্বপ্ন!
স্বপনে নানা দোষ ঘটে
কুয়াশার চাদর বেয়ে বেয়ে
খেজুরের রস নামে
শীতের সকালে একগ্লাস অমৃত কে না আশা করে?
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 1731 বার পঠিত