সূর্য স্নানের কথা
লিখেছেন: অভিষেক মোহাম্মদ মঙ্গল, 28/08/2018 - 11:33অপরাহ্ন তারিখে
ভালো লাগলে থেমে যাই।
সেকেন্ড এর সহস্রভাগ মুহূর্ত
তখন ব্লেকমেইল ঘোষণা দেয়
পারুল ফুল, জবা।
কাঠগোলাপ তাকায় একে অন্যের শোভায়!
ভালোলাগা যেনো কোনও বাগিচায়,
অসংখ্য শরীর!
খোলা মাঠের হলুদ শরীর
হাঁটতে চায়,
চায় দৌড়াতে;
সাথে
প্রার্থনা সূর্য স্নানের।
সমুদ্র,
'প্রপাত
নদ-নদী
দীঘি,
পুকুর-ডোবা
সকলেই দিয়েছে রওয়ানা।
সকল 'গ্রহণে' থেমে দেখি
পেছনে বিশাল বহর
হিমালয় চুড়ায় সংশয়।
কারণ অকারণে যায় থেমে
ক্লান্ত ঘড়ি!
জলে
জ্বলে
পারুল
জবা
গোলাপ।
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 1804 বার পঠিত