বিপ্লব
লিখেছেন: Oniket Rahi শনি, 25/02/2012 - 3:51অপরাহ্ন তারিখে
বিপ্লব,
সেতো লাল কৃষ্ণচূড়া
চির নব যৌবনা
ফুটেছে ঐ দূরে ।
লালে লাল, থরে বিথরে ।
নতুনের ডাকে,
নতুনের জন্যে
নতুনকে গড়বে বলে ।।
বিপ্লব,
সেতো নতুন দিনের রবি
চির উদ্ভাসিত আলোরবান ।।
বিপ্লব,
সেতো লাল রক্তের ফোয়ারা
আজন্ম টগবগিয়ে চলেছে
নতুনকে বরণ করবে বলে
বিপ্লব,
সেতো নব সৃষ্টির তরে
নতুনের ডাকে,
নতুনের জন্যে
নতুনকে গড়বে বলে ।।
ভোট:
- Oniket Rahi এর ব্লগ
- Log in to post comments
- 2126 বার পঠিত
মন্তব্যসমূহ
বিপ্লব এর লাল নিশান......
বিপ্লব,
সেতো নব সৃষ্টির তরে
চমৎকার...