চাও?
লিখেছেন: অভিষেক মোহাম্মদ মঙ্গল, 04/09/2018 - 11:10অপরাহ্ন তারিখে
প্রগতিশীল বৃদ্ধের চোখে যখন ছানি পড়ে যায়
বা দৃষ্টি শক্তি কমে যায় কোন কারণে
তাঁর 'ঠাউর'
কেউ চায়না।
মনে মনে কয় 'হইরা মুত গায়ে সিটা পড়ে'
এবং
মধ্যবয়স্কা যে কেউ গালি দিতেই পারে
'হালায় বুইড়া লুইচ্চা'
তরুণীরা উদার;
তাঁরে
কখনও কেউ ডাকে 'বাবু',
কেউ সম্বোধন করে 'দাদু'।
সকল বয়েসি তারুণ্যের আশার বাণী আকাশে বাতাসে!
"কী?
হিংসে হয়?
আমার মতো হতে চাও?"
প্রচণ্ড কোষ্ঠ কাঠিন্যে ভোগা জাতিও তখন পাছায় আঙুল দিয়ে নিজস্বী খেলে!
জাতিকবিরা সাক্ষ্য দেন, 'আমিও নিজের হাতেই সকল কাজ সারি'।
নিজস্বী!
চাও?
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 1982 বার পঠিত