গঙ্গাজল
লিখেছেন: অভিষেক মোহাম্মদ সোম, 22/10/2018 - 11:15অপরাহ্ন তারিখে
ছোট ছোট গাছেদের সাথে কথা নেই,
বহুদিন...
ছোট ছোট, বিচ্ছিন্ন মেঘেদের সঙ্গেও রংতুলি
খেলা নেই...
ঝড়ে বের হই চুপি চুপি,
একেবারেই যখন আর চোখ খোলা রাখা যায় না,
বৃষ্টির খেলাতে,
তখন
বুক খুলে, চোখ খুলে দেখি [তাকাই]
দেখি দীর্ঘ গাছেরা... শাখাতে শাখাতে
কেমন ভালোবাসার কথা বলছে!
কেউ কেউ কতো আত্মবিশ্বাসী,
হয়ে যাচ্ছে একে অপরের তুলি!
আকাশ নির্বিঘ্নে হয়ে যাচ্ছে ইজেল আর ক্যানভাস!
সকল মেঘেরা তখন শুধুই রং, ঝড়ের;
যে যুবতী জংলী বেরীর বাগানে কখনো কখনো
বেরী তুলতে আসতো - আসে
আজ এই ঝড়ে তার মুখ বড় প্রশান্তিময় লাগছে
আজ তাকে বলেই ফেললাম...
তোমার রংতুলি নিয়ে এসো
আমরা পার্কল্যান্ড ওয়াকে রোদ-ঝড় দিনেও
ছবি আঁকা শিখবো-আঁকবো
সে বলল:
তার আগে চলো বঙ্গোপসাগরের নোনা জলে
শুদ্ধ হয়ে আসবে...
ওখানেই সকল গঙ্গাজল।।
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 1833 বার পঠিত