কে চায়?
লিখেছেন: অভিষেক মোহাম্মদ রবি, 26/08/2018 - 11:33অপরাহ্ন তারিখে
মাইক্রোফোন হাতে পেলে আমি তাকে
আর একটা মাছ ধরার জাল পরিয়ে দিতাম
উদ্দেশ্য এমন নয় যে 'নিশ্চুপ' হতে চাই,
হারিয়ে যেতে চাই...
হারিয়ে যাবার মন্ত্র কষ্টসাধ্য,
যেমন তোমাকে ৫০০ ফিট খাড়াই পার হয়ে
জল ঢেলে দিতে হবে সকলের মাউথ পিসে!
আনন্দের জলপ্রপাত হয়ে আছড়ে পড়তে হবে
দর্শকের মনোরঞ্জনের তাগিদে
বা
বজ্রপাতে মরে যাওয়া কোন কুমারীর
বুকের পাঁজর,
যে হাড়চূর্ণ সুগন্ধি ছড়ায় ধোঁয়া হয়ে!
বা
ফাঁসি কাষ্ঠে যে কোনো ঝুলন্ত মৃতের লালা!
কে চায়?
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 246 বার পঠিত