লিরিকস ( গানের কথা)
লিখেছেন: Dipak Das বৃহস্পতি, 19/02/2015 - 1:40অপরাহ্ন তারিখে
আমি দরজায় পাতি কানচাই কড়ানাড়ার গান
নতুন কোন দিনে
সেই দিনের অবসান।
তুমি বদলে যাওয়া ফুল তোমার অগোছালো চুল
আমার রং ওঠা গীটার
আর সুরগুলো সব ভুল।
তোমার কান্না ভেজা চোখ আজো ভাবায় আমায় রোজ
তোমার আড়াল করে রাখা
সেই মুখটা দেখিনি।
তুমি বদলে যাওয়া দিন আর কিছুটা মলিন
সবুজ পাতার ফাঁকে আলোর
পোকায় কাটা ঋণ।
আমি আজো বুঝিনি আমি আজো খুজিনি
ভুলের মাঝে কি ছিলো দু’জনার।
ভোট:
- Dipak Das এর ব্লগ
- Log in to post comments
- 5820 বার পঠিত
মন্তব্যসমূহ
গানের কথার জন্য কোন ট্যাগ খুুজে পাইনি তাই রম্যরচনা দিলাম। কারন এটা কবিতা বা সাহিত্য কিংবা ছড়ার মধ্যে পরে না।
এতেই চলবে
https://www.facebook.com/pages/Akanjee-Nizam/394305840778094
https://www.facebook.com/pages/ChobiGhor-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%...