কুলুর বলদ ( লেখক রাকিবুল রকি )
লিখেছেন: Sany Saha শনি, 14/12/2013 - 2:01অপরাহ্ন তারিখে
প্রতিদিনই রোদের সাগরে খাবি খায় জীবিকার দৌড়।
না করিলে ঘড়ির মোসাহেবী জুটিবে বসের চোখ রাঙানি
মাসান্তে কর্তন হবে সম্মানের খোরাকী
মাঝারি বৃত্তেবন্দি এও এক জীবন বটে-বারো হাত জীবনের
তেরো হাত জীবিকা।
অথচ প্রত্যাশার হিসেব মেলে না প্রাপ্তিতে।
শৈশবে রঙিন স্বপ্ন দেখানো হাশেম খানের ছবিরা আজ
মুদির দোকানে নিত্য তোলে ছাই
হায়, কুলু হতে না চাওয়া এই আমি
কুলুর বলদ হয়ে প্রতিদিন তেল দিয়ে যাই
ভোট:
- Sany Saha এর ব্লগ
- Log in to post comments
- 5033 বার পঠিত
মন্তব্যসমূহ
শেষ ভাল লাগল বেশী