বাউল মনের পিরিতের হাঁট- ৯৬ (পাগল দেবা)
লিখেছেন: পাগল দেবা শনি, 14/12/2013 - 2:32অপরাহ্ন তারিখে
ভীষণ রকম ভাল লাগে যখন তুই হাসিস
সে আমার হোক আর অন্য কারো কোলে
আমি ভাবি তোর রোধ ছড়াচ্ছে
আমার বাড়ির নদীর জলে।
ভোট:
- পাগল দেবা এর ব্লগ
- Log in to post comments
- 2381 বার পঠিত
মন্তব্যসমূহ
ভীষণ রকম ভাল লাগে যখন তুই হাসিস
সে আমার হোক আর অন্য কারো কোলে
আমি ভাবি তোর রোধ ছড়াচ্ছে
আমার বাড়ির নদীর জলে।