অসুখ
লিখেছেন: রি হোসাইন মঙ্গল, 29/01/2013 - 10:16পূর্বাহ্ন তারিখে
আমার একটা অসুখ হয়েছে
আজ কাল বুকের উপর মৃত্যু ভর করে এবং কাণ্ডজ্ঞানহীন সময়ে আসময়ে
আমার তিব্র অসুখ হয়েছে
আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না; মনে হয় জেগে উঠলেই মারা যাবো
ঘুমুতে যাবার সময় মনে হয় স্বপ্ন দেখতে দেখতে মারা যাবো
কিন্তু জানবো-ই না যে মারা গেছি
ভোট:
- রি হোসাইন এর ব্লগ
- Log in to post comments
- 7325 বার পঠিত
মন্তব্যসমূহ
কবিতা হিসাবে একেবারেই ভাল লাগেনি। আরও ভাল কবিতা চাই কবি। শুভ কামনা।
ঠিক-ই বলেছেন সূর্য হিব্রু ভাই। কবিতা হিসেবে এটা খুব একটা ভালো হয় নি। আমি চেষ্টা করবো ভালো কবিতা পোস্ট করার । ধন্যবাদ।
২য় লাইন টায় এরকম <আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয়;> না হয়ে এরকম [আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না;] এরকম হবে ... বিশাল বড় ভুল হয়ে গেছে......... দয়া করে একটু ঠিক করে দেবেন
আপনি সম্পাদন করেছেন মনে হচ্ছে। ঠিক-ই আছে দেখলাম।
আগে বিষয়টা জানতাম না। ভাবলাম চেষ্টা করে দেখি। দেখলাম হয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ...